ভারতের বিতর্কিত পত্রিকাটির ওয়েবসাইট হ্যাক করল সাইবার ৭১

ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো-তে মুদ্রিত ইসলামের নবীর একটি কার্টুন সম্প্রতি পুন:প্রকাশ করে বিতর্ক সৃষ্টি করে ভারতের উর্দু পত্রিকা দৈনিক আওয়াধনামা। এরপর থেকেই ক্ষোভে ফেটে পড়ে ভারতীয় মুসলিমরা।

ব্যাপক বিক্ষোভের মুখে ভারতের মহারাষ্ট্র সরকার দৈনিক আওয়াধনামা পত্রিকাটি ছাপানো বন্ধ করে দিয়েছে। পত্রিকাটির এই অপকর্মের বিরুদ্ধে ভারতের মুসলিমদের প্রতিবাদের পাশাপাশি প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্যতম শীর্ষ হ্যাকার সংগঠন সাইবার ৭১।

প্রতিবাদস্বরূপ দৈনিক আওয়াধনামা পত্রিকাটির অফিশিয়াল ওয়েবসাইট (www.avadhnama.com) হ্যাক করেছে সাইবার ৭১। ৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে পত্রিকাটির অফিশিয়াল ওয়েবসাইট হ্যাকের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে দেশের অন্যতম শীর্ষ এই হ্যাকার সংগঠনটি।

হ্যাক করার পর এ প্রসঙ্গে এক বিবৃতিতে সাইবার ৭১ জানিয়েছে, ‘যে ধর্মেরই হোক না কেনো, অন্য ধর্মকে অবমাননা করার অধিকার কারোই নেই।’

প্রসঙ্গত, শার্লি এবদো-তে কার্টুন প্রকাশের পর সেসময় ফ্রান্সের ভাষা ও সাহিত্য বিভাগের সরকারি ওয়েবসাইট সহ বেশ কিছু ফরাসী ওয়েবসাইট হ্যাক করেও প্রতিবাদ জানিয়েছিল সাইবার ৭১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *