পাকিস্তানি ষড়যন্তে বিএনপি-জামায়াত দেশের ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, তারা (বিএনপি-জামায়াত) যে ষড়যন্ত্র চালাচ্ছে তা পাকিস্তানি ষড়যন্ত্র। এ জন্য পাকিস্তানি দূতাবাসের এক কর্মকর্তাকে সরিয়ে দেয়া হয়েছে। প্রয়োজনে পাকিস্তানি দূতাবাসও সরিয়ে দেয়া হতে পারে।
বৃধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত ‘হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা ও সন্ত্রাসী নৈরাজ্য’ বন্ধে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শাজাহান খান বলেন, পাকিস্তানি চক্র তাদের একাত্তরের পরাজয়ের গ্লানি দূর করতে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এদের সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলা করছে সরকার। তিনি বলেন, শুধু সরকার একা নয় জনগণকেও এদের মোকাবেলায় এগিয়ে আসতে হবে। আমরা প্রাথমিকভাবে জনগণকে সংগঠিত করার কাজ করে যাচ্ছি। সম্মেলনে লিখিত বক্তব্যে মন্ত্রী বলেন, ২০ দলীয় জোটের অধিকাংশই বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে না।
তাই মক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে খালেদার নেতৃত্বে তারা দেশ ধ্বংসের খেলায় মেতে উঠেছে। এ পর্যন্ত তাদের হরতাল অবরোধে ২১ জন পরিবহন শ্রমিকসহ শতাধিক মানুষ হত্যা করেছে। দূষ্কৃতিকারীদের স্বমূলে নির্মূল করে স্বাধীনতা-সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ বদ্ধপরিকর উল্লেখ করে সংগঠনের পক্ষ থেকে কর্মসূচী ঘোষনা করেন মন্ত্রী। কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার পাঁচ ফেব্রুয়ারি দেশব্যপী শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-ব্যবসায়ী-মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণী পেশার মানুষ বেলা পৌনে একটা থেকে একটা পর্যন্ত নিজ প্রতিষ্ঠানের সামনের রাস্তায় দাঁড়িয়ে এ সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে।
এ ছাড়া বেলা একটায় সড়ক, নৌ ও রেলসহ সকল যানবাহনে এক মিনিট হর্ন বাজিয়ে প্রতিবাদ জানাবে বলেও জানান শাহজাহান খান। তিনি আরো জানান, আগামী সাত ফেব্রুয়ারি বেলা তিনটায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ভবনের অডিটরিয়ামে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। কনভেনশন থেকে বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ বি এম সুলতান আহমেদ, যুগ্ম আহ্ববায়ক ইসমত কাদির গামা, সদস্য সচিব জেড এম কামরুল আনাম প্রমুখ।
আতিক/প্রবাস