ফেসবুকে নাশকতার দায় স্বীকার রাবি ছাত্রলীগের!

ঢাকা: “চিন্তা করো মামা কি ব্রেইন পেট্রলবোমা-ককটেল মারছি আমরা আর দোষ হচ্ছে বিএনপি-ছাত্রদল, জামায়াত-শিবির এর।” ফেসবুকে এভাবেই দেশে চলমান রাজনৈতিক সহিংসতায় নিজেদের সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাবি শাখা ছাত্রলীগের তত্ত্বাবধানে পরিচালিত ‘বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়‘ Bangladesh student league, rajshahi university) নামক ফ্যান পেজে একটি স্টাটাসের মাধ্যমে এই কথা স্বীকার করা হয়।
স্টাটাসটিতে লেখা হয়, “চিন্তা করো মামা কি ব্রেইন পেট্রোলবোমা-ককটেল মারছি আমরা আর দোষ হচ্ছে বিএনপি-ছাত্রদল, জামায়াত-শিবির এর  একেই বলে পলিটিকস।”
পরে সাংবাদিকরা বিষয়টি জানতে পারলে বেলা সাড়ে ১১টার দিকেই আবার ওই স্টাটাসটি মুছে ফেলা হয়।
এবিষয়ে যোগাযোগ করা হলে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা জানান, ছাত্রলীগের ওই জনপ্রিয় পেজটি সকালে হ্যাক করা হয়েছিল। পরে ওই ধরনের স্টাটাস দেয়া হয়েছে। তবে আবারও আইডি উদ্ধার করে ওই লেখাটি ডিলিট করা হয়েছে।
তিনি আরো বলেন, ছাত্রলীগ কি কখনো নিজেদের পেজে এসব কথা স্বীকার করতে পারে। পরে ওই অনাকাঙ্ক্ষিত স্ট্যাটাসের জন্য ক্ষমা প্রার্থনাও করে রাবি শাখা ছাত্রলীগ।

১০ thoughts on “ফেসবুকে নাশকতার দায় স্বীকার রাবি ছাত্রলীগের!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *