বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে। আটক মমিন জোড় পুকুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের সহকারি উপ-পরিদর্শক দাদন মিয়া জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে তুরাগ কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যাত্রী বেশী দুই দুর্বৃত্ত ট্রেনের একটি বগির দুটি সিটে আগুন ধরিয়ে দেয়। এসময় ট্রেন থেকে দ্রুত নেমে পালানোর সময় মমিন (২৬) নামে এক যুবককে আটক করা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। আগুনে ওই বগির বেশ কিছু সিট পুড়ে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি।আটককৃতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Jone Make liked this on Facebook.
Abdur Razzak Rana liked this on Facebook.
Jone Make liked this on Facebook.
Abdur Razzak Rana liked this on Facebook.