কনডমের ড্রেস পরে র‌্যাম্পে হাঁটলেন মিস ইন্ডিয়া মুগ্ধা! (ভিডিওসহ)

ফ্যাশনে নিত্য নতুন ট্রেন্ড যোগ হচ্ছে। এবার যোগ হল কনডম। আর কদিন আগে এমনই এক ব্যতিক্রমী ফ্যাশন শো হয়ে গেল পার্শ্ববর্তী দেশ ভারতে, যেখানে পোশাক তৈরিতে ব্যবহৃত হয়েছে কনডম।

অবাক লাগলেও বিষয়টা একেবারে উড়িয়ে দেওয়ার নয়। অবশ্য এর পেছনে কারণও আছে। মারণব্যাধি এইডসসহ নানা যৌনব্যাধী থেকে রক্ষা করে এ বস্তুটিই। কিন্তু কনডম শব্দটি এখনো সমাজে অনেকে উচ্চরণ করতেই লজ্জ্বা পায়। ভারতে তাই কনডমকে নিরোধ নামে ডাকা হয়। তারপরও যেন এর প্রচলন বাড়ছে না। এজন্যই এ ব্যতিক্রমী উদ্যোগ।

মারণব্যাধি এইডস ও কনডম সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য কনডমকে থিম করে এক ফ্যাশন শো- এর আয়োজন করে দেশের ১১ টি ফ্যাশন ডিজাইনিং ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা। তাদের তৈরি কনডমের পোশাক পরে র‌্যাম্প মাতালেন মিস ইন্ডিয়া মুগ্ধা গডস।

ভিডিও দেখুন:

সম্প্রতি মুম্বাইয়ের অনুষ্ঠিত হয়ে গেল এই কনডম ফ্যাশন শো। যেখানে শো-স্টপার ছিলেন মুগ্ধা গডস। ২০০৪-এর মিস ইন্ডিয়া ছিলেন মুগ্ধা, তাছাড়া প্রকাশ ঝা-এর ‘সত্যাগ্রহ’ সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।

কনডমে তৈরি পোশাক পরে হাঁটার পর মুগ্ধা জানিয়েছেন, ‘ফ্যাশন ইন্সস্টিটিউটের পড়ুয়ারা আমাকে শো স্টপার হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কারণ, তাদের এমন একজন সেলিব্রিটির প্রয়োজন ছিল যিনি মানুষের মনযোগ আকর্ষণ করতে পারবেন। এই কারণেই তিনি শো-স্টপার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন’।

পোশাকগুলোর ব্যাপারে মুগ্ধা বলেন, ‘পোশাকগুলি দেখলে মনেই হবে না যে, সেগুলি তৈরি করতে কনডম ব্যবহার করা হয়েছে। অসাধারণ সুন্দর ও আধুনিক ডিজাইনের পোশাক ছিল সবগুলো।’

২ thoughts on “কনডমের ড্রেস পরে র‌্যাম্পে হাঁটলেন মিস ইন্ডিয়া মুগ্ধা! (ভিডিওসহ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *