কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের কেসকি মোড় এলাকা হতে পেট্রলবোমাসহ দুই যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। তাদের নাম মানিক ও বাবুল বলে জানা গেছে। আটক দু’জনই জগন্নাথ দীঘি ইউনিয়ন যুবলীগের নেতা।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ১১ টার দিকে ওই দুই যুবলীগ নেতাকে আটক করা হয়।
তবে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী আটকের বিষয় অস্বীকার করে বলেন, রোডে পরিত্যাক্ত অবস্থায় দুটি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। কাউকে আটক করা হয়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই দুই যুবলীগ নেতা থানাতেই ছিল বলে জানা গেছে।
আতিক/প্রবাস