ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার সকালে পঙ্কজ শরণের বাসায় যান নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। বার্নিকাট সেখানে বেশ কিছু সময় অবস্থান করেন।

বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিয়ে দুই প্রভাবশালী কূটনীতিক নিজেদের মধ্যে আলোচনা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গত ২৫ জানুয়ারি ঢাকায় আসা বার্নিকাট রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি তার দায়িত্বপালন শুরু করেছেন।
গত ২৫ জানুয়ারি বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় আসেন মার্শিয়া ব্লুম বার্নিকাট। ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৫তম রাষ্ট্রদূত হিসেবে তিনি ড্যান মজীনার স্থলাভিষিক্ত হয়েছেন।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *