দেশে এখন পুলিশি শাসন ও নিয়ন্ত্রিত বিচারব্যবস্থা চলছে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে মিথ্যা মামলায় রিমান্ডে এনে মানসিক নির্যাতন করা হচ্ছে। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এই দাবি করেন।
সালাহ উদ্দিন আহমেদ এসব বেআইনি রিমান্ড বন্ধ করে তাদেরকে নিঃশর্ত মুক্তির দাবি জানান। সরকারকে গণতন্ত্র-খেকো আখ্যায়িত করে তিনি বলেন, এই অবৈধ সরকারকে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে উৎখাত করা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।
বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, ক্রসফায়ারের ধরণ পাল্টে ট্রাকের চাকায় পিষ্ট করে হত্যা করা হয়েছে যশোরের মনিরামপুরের ইউসুফ ও লিটনকে। দু’পায়ে গুলি করে চিরতরে পঙ্গু করা হয়েছে ঢাকা কলেজের শিবির নেতা আবদুল হামিদকে। এছাড়া মোহাম্মদপুরের জামায়াত নেতা নাজমুল হাসান ও আবুল কাশেমকেও গুলি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অবিলম্বে টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ব্রডব্যান্ড ও ক্যাবল সংযোগসহ সব যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান সালাহ উদ্দিন আহমেদ। পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে তাদের যথাযথ ন্যায়সঙ্গত পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান তিনি।
আতিক/প্রবাস