ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর এলাকায় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের জাতীয় পতাকাবাহী গাড়ি লক্ষ্য করে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দৃর্বৃত্তরা।
এ সময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর শাহাবাগ এলাকার টিএসসি চত্বরে এ ঘটনা ঘটে। এসময় সেখানে উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে মন্ত্রী এসময় গাড়িতে ছিলেন কিনা তা জানা যায়নি।
শাহাবাগ থানার ডিউটি অফিসার এসআই সুজন ঘটনাটি নিশ্চিত করেছেন।
এসআই সুজন জানান, আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং নিজেদের মুক্তিযোদ্ধার সন্তান বলে দাবি করছেন।
আতিক/প্রবাস