বাইরের ইঙ্গিতেই মানুষ পুড়ে মারা হচ্ছে

বাইরের কোনো দেশ থেকে কারও ইঙ্গিতে পেট্রোলবোমা মেরে মানুষকে নির্মমভাবে পুড়ে মারা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান।

বুধবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের বটতলা বাজার এলাকায় একটি আধুনিক মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত স্থানীয় মুসল্লিদের এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ডিআইজি বলেন, ‘এভাবে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। ইসলাম নিষ্ঠুর নয়, সহানুভুতিশীল। ধর্মের নাম ব্যবহার করে কেউ এ ধরনের অপকর্ম করতে পারে না। মানুষকে পুড়িয়ে মারা কোনো মানুষের কাজ হতে পারে না।’

এ সময় তিনি এলাকার লোকজনকে এসব অশুভ শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন- ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মো মঈনুল হক, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন, মাওলানা হারুন নগরী প্রমুখ।

মসজিদ কমিটি সূত্রে জানা যায়, সৌদি আরবের এক ব্যক্তি নিজের পরিচয় গোপন রেখে মসজিদটি নির্মাণ ব্যয় বাবদ বাংলাদেশি মুদ্রায় ৯২ লাখ টাকা অনুদান দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.