ঢাকা: আগামী ১৬ ফেব্রুয়ারি ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ততম নায়ক আরেফিন শুভ’র বিয়ে। কনে অর্পিতা সমাদ্দার কলকাতার মেয়ে। তবে আট বছর ধরে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি ফ্যাশন ডিজাইনার হিসেবে কর্মরত রয়েছেন।
এ প্রসঙ্গে শুভ বলেন, ‘পরিবারের সিদ্ধান্তে অর্পিতাকে বিয়ে করছি। আমার নতুন জীবনের জন্যে সবাই দোয়া করবেন। ’
শুভ’র হবু বধু অর্পিতা বেড়ে উঠেছেন কলকাতায়। তার পরিবার সেখানেই বসবাস করে। কলকাতায় নাচ শিখতে গিয়েই অর্পিতার সঙ্গে শুভর পরিচয় ঘটে। যা এক সময় প্রণয়ের রূপ ধারণ করে।
এদিকে মঙ্গলবার দুপুরে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন শুভ। সেখানে আগামী ৬ ফেব্রুয়ারি অর্পিতার পরিবারের উদ্যোগে আয়োজিত একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবার কথা রয়েছে তার।
Faruk Bhuiyan liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.
ফারুক ভূঁঞা liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.