চলমান গণতান্ত্রিক আন্দোলনে দিশেহারা সরকারের মন্ত্রীরা। ক্ষমতা হারানোর ভয়ে তারা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। এখন নিজেদের দুর্নীতি আর অপকর্ম ঢাকতে তারা হম্ভি-তম্ভি শুরু করেছে বলে মন্তব্য করেছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
সংগঠনের সহ দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু প্রেরিত মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের এ মন্তব্য করা হয়। একই সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম পিন্টুসহ সারাদেশে গণগ্রেফতার ও মিথ্যা মামলা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু জানান, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও মানবাধিকার হরণ করে প্রধানমন্ত্রীসহ বিনাভোটের মন্ত্রীরা ক্ষমতা দখল করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বিদ্বেষ, আক্রোষ ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে।
বিবৃতিতে নেতারা অবিলম্বে সংগঠনের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম পিন্টুসহ সারাদেশে গ্রেফতার করা সকল নেতাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, নির্বিচারে হত্যা ও গুম বন্ধ করে দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কার্যকর সংলাপের আহ্বান এবং চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার জন্য স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।
বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এবং একাধিক মন্ত্রীর ও কূরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহারসহ সরকারের অবৈধ মন্ত্রীদের অপকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
Mizanur Rahaman liked this on Facebook.
Imtiaz Dibos liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Imtiaz Dibos liked this on Facebook.