ঢাকা: শৌচালয়ে লুকানো ক্যামেরার সাহায্যে মহিলাদের নগ্ন ছবি তোলার অভিযোগে গ্রেপ্তার আরব আমিরশাহীতে কর্মসূত্রে বসবাসকারী এক ভারতীয় যুবক। ধৃতের মোবাইল ফোন তেকে মিলেছে একাধিক মহিলার ছবি। আরব আমিরশাহীর এক সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, বিনা অনুমতিতে মহিলাদের নগ্ন ছবি তোলার অপরাধে গ্রেপ্তার হয়েছে স্থানীয় সুপারমার্কেটে কর্মরত এক ভারতীয় তরুণ।
জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে ওই সুপারমার্কেটের শৌচালয়ে নিজের মোবাইল ক্যামেরার সাহায্যে মহিলাদের অজান্তে তাঁদের আপত্তিকর ছবি তুলেছে সে। জেরার মুখে নিজের অপরাধ কবুল করে পুলিশকে সে জানিয়েছে, শৌচালয়ের ভিতরে রাখা কাপড় কাচার সাবানের একটি স্বচ্ছ কৌটোর মধ্যে মোবাইল ফোনের ক্যামেরা চালু করে রেখে দিত।
মহিলারা শৌচালয়ের ভিতর পোশাক পরিবর্তন করার সময় নিজেদের অজান্তেই নগ্ন অবস্থায় ক্যামেরায় ধরা দিতেন। এই ভাবে অন্তত ছয় জন নারীর বেআব্রু ভিডিয়ো ফুটেজ সে সংগ্রহ করে।
কিন্তু শেষ পর্যন্ত এক মহিলার নজর কৌটোর উপর পড়ার পরই গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে। মোবাইল পোনের মালিককে খুঁজে পেতে বিশেষ বেগ পেতে হয়নি বলে জানিয়েছে আমিরশাহীর পুলিশ।
ধৃতের বয়ান মোতাবেক আদালত তাকে কারাবাসের আদেশ দিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, জেল থেকে মুক্তি পেয়ে বের হলেই ওই যুবককে ভারতে ফেরত পাঠানো হবে।