ঢাকা: এশিয়ান টিভির হেড অব নিউজ নাদিম কাদির পদত্যাগ করার পর থেকেই স্টেশনে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। সূত্র মতে নানা ধরনের হটকারিতা শুরু হয়। যার নেতৃত্ব দেন এশিয়ান টিভির উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা ও কয়েক জন সিনিয়র সাংবাদিক।
নাদিম কাদিরের প্রস্থানের পর থেকে কিছু সংবাদকর্মী ম্যানেজমেন্টের সাথে নানা লেনদেন ও ষড়যন্ত্রে লিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় বার্তা বিভাগের প্রধান উপস্থাপক দৌলত মোহাম্মদ জাফরিকে নিউজ রুম কো-অর্ডিনেটর হিসেবে স্থানান্তরিত করা হয়। ধারণা করা হচ্ছে নাদিম কাদিরের বকেয়া বেতন আদায় করতে সাহায্য করা এবং প্রশাসনের অনিয়মের বিরুদ্ধে দাড়ানোর জন্য তার এই পরিনতি হয়। স্বাভবিকভাবেই ইলেক্ট্রনিক মিডিয়ার দুজন প্রধান সংবাদ উপস্থাপকের একজন হিসেবে তিনি ক্ষুদ্ধ হন এবং পদত্যাগ করেন।
বিভিন্ন অনিয়মের জন্য এবং জাফরির পদত্যাগের পরপরই নাজিফা ফারাহ,মিথিলা ইসলাম, আশিক দিদার, শিমুল মজলিশ, ইফতেখারুল ইসলাম, নাজিয়াত শাহরিনসহ সর্বমোট ৭ জন সংবাদ উপস্থাপক পদত্যাগ করেন।
এছাড়া কাজের পরিবেশ ও বেতন নিয়ে অসন্তুষ্ট হয়ে অপরাধ বিভাগের দুজন, ক্রীড়া বিভাগের একজন রির্পোটারসহ বেশ কজন রিপোর্টার ইতিমধ্যে পদত্যাগ করেছেন। কর্মরত সংবাদকর্মীদের অনেকেই জানিয়েছেন, এমন বাজে পরিবেশ থেকে মুক্তির পথ খুজছেন তারাও।
সূত্র জানায়, পদত্যাগের ধারাবাহিকতায় সংবাদ প্রযোজনা বিভাগের বেশ কয়েকজন প্রোডিউসারও খুব শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন।
এরআগে নাদিম কাদিরের প্রকাশিত মিডিয়া সংক্রান্ত একটি লেখার শাস্তি হিসেবে তাকে একমাসের ছুটিতে যেতে বলা হয়। তার পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন গত বছরের অক্টোবরে। তিনি তার লেখায় গণমাধ্যমের অনিয়ম ও বিশৃঙ্খলার বিভিন্ন ব্যাখা তুলে ধরেন। এশিয়ান টিভি থেকে নাদিম কাদিরের পদত্যাগের পর গত ডিসেম্বরে লন্ডন দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে তাকে নিয়োগ দেয় সরকার।
তবে এবিষয়ে এশিয়ানটিভির কোন কর্মকর্তা-কর্মচারী কথা বলতে রাজি হননি। এদিকে সূত্র জানায়, এসব অস্থিরতা ও অনিয়ম দূর করা সম্ভব হলে দর্শকদের কাছে আবারো জনপ্রিয় হয়ে উঠবে এশিয়ান টিভি।
নাদিম কাদির হেড অব নিউজ থাকা কালীন অবস্থায় এশিয়ান টিভির বার্তা বিভাগ ছিল অনেকটা তৎপর। সম্প্রতি এশিয়ান টিভির সংবাদ ও অন্যান্য অনুষ্ঠানে মানের দিক থেকে কিছুটা ভাটা দেখা গেছে
Mizanur Rahaman liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.
Alam Shabuz liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.