ঢাকা: হরতাল-অবরোধে যেসব বাস মালিকরা গাড়ি চালানো বন্ধ রেখেছেন, তারা বেশি দিন এভাবে রাখতে পারবেন না বলে বাস মালিকদের প্রতি হুঁশিয়ারি জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে উত্তরাঞ্চলের বাস পরিবহন মালিক সংগঠনগুলোর আয়োজনে ‘পরিবহনে হামলা-নাশতারোধ’ সংক্রান্ত এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, থানা পুলিশ, র্যাব, ডিবি, হাইওয়ে পুলিশ, বিজিবি, আনসারসহ আমাদের সব আইন-শৃঙ্খলা বাহিনীই নিয়োজিত রয়েছে দূরপাল্লার পরিবহনে নিরাপত্তা দিতে। তবুও কেন গাড়ি বন্ধ থাকবে? পরিবহন শ্রমিকরা যেন নিরাপদে গাড়ি চালাতে পারেন এবং যাত্রীরা যেন নিরাপদে তাদের গন্তব্যে যেতে পারেন এর দায়িত্ব আমাদের। তবুও কেন এতো শঙ্কা? বস্তির ভাড়াটে দুই/একটি ছেলে হামলা করে পরিবহনে। এ কারণে কি জীবন-জীবিকা বন্ধ হয়ে যাবে? থেমে থাকলে চলবে না, দেশে যারা নাশকতা করছে তাদের কঠোর হাতে দমন করা হচ্ছে।
পরিবহনে নাশকতারোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মালিক-শ্রমিকসহ সাধারণ মানুষ এগিয়ে আসতে হবে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে নাশকতাকারীদের এখনই দমন করতে হবে বলে জানান তিনি।
বৈঠকে উপস্থিত বাস মালিকদের অবগতির জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দায়িত্বরত পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা কাজ করছেন, শুধু সাধারণ মানুষের নিরাপত্তার জন্য।
পরিবহনের ক্ষতিপূরণের ব্যাপারে বাস মালিকদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, গাড়ির বিমা করা না থাকলে, গাড়ির ক্ষতিপূরণ সরকার দেবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী দুই/একদিনের মধ্যে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা বৈঠক করবো এবং সার্বিক পরিস্থিতির ব্যাপারে সিদ্ধান্ত নেবো।
তিনি আরও বলেন, আজকে মানুষ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। পুলিশের সঙ্গে সাধারণ মানুষরা নাশকতাকারীদের ধরিয়ে দিচ্ছে। তাই সর্বদা সচেতন থাকতে হবে সকলকে।
উপস্থিত বাস মালিক সংগঠনগুলোর নেতাদের উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, হরতাল-অবরোধে গাড়িগুলো স্বাভাবিকভাবে চললে সাধারণ মানুষরাও চলাচলে স্বাভাবিক হয়ে যাবে। তাই পরিবহন বন্ধ না রেখে চলাচলের ওপর রাখতে হবে।
সর্বশেষ তিনি বলেন, যেসব মালিকরা গাড়ি চালানো বন্ধ রেখেছেন তারা বেশি দিন এভাবে রাখতে পারবেন না।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে একই ধরনের হুঁশিয়ারি দেন উপস্থিত নারী সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন।
তিনিও বাস মালিকদের উদ্দেশে বলেন, ইনশাল্লাহ কালকে (বুধবার) আমরা সরেজমিনে গাবতলীতে আসবো। এসে দেখবো কারা কারা বাস চালাচ্ছেন, আর কারা কারা চালাচ্ছেন না। পরে আমরা লিস্ট করবো। যারা ভালো করবেন তাদের পাশে আছি। আর যারা ষড়যন্ত্র করবেন, ওই বিএনপি-জামায়াতকে গাড়ি চালিয়ে টাকা দেবেন তাদের কিন্তু খবর আছে। আমরা তাদের লিস্ট করবো, তাদের গাড়িগুলো আর জীবনে চলবে কিনা সেটাও কিন্তু দেখা হবে।
Sala pagol
মীর মাজহারুল ইসলাম liked this on Facebook.
Md Kamrul Md Kamrul liked this on Facebook.
মীর মাজহারুল ইসলাম liked this on Facebook.
Md Kamrul Md Kamrul liked this on Facebook.
MD Razak liked this on Facebook.