বিএসএফ কতৃক নিহত বাংলাদেশী কৃষকের লাশ ফেরত

অবশেষে ৩০ঘন্টা পর বিরামপুররের অচিন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কৃষক নজরুলের মৃতদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার বিকাল সোয়া চারটার দিকে অচিন্তপুর সীমান্তের ২৯৫ নাম্বার মেইন পিলারের সামনে বিজিবি-বিএসএফের এক পতাকা বৈঠকের মাধ্যমে এ মৃতদেহ হস্তান্তর করা হয়।

বিরামপুর থানার ওসি আমিরুদ জামান নিহত কৃষক নজরুলের লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিরামপুর থানা পুলিশের কাছে বিকেল সোয়া ৪টায় নিহত কৃষক নজরুলের মৃতদেহ হস্তান্তর করেন।

ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) কর্ণেল জাহিদুর রশিদ জানান, কৃষক নজরুলের মৃতদেহ হস্তান্তর করার পর পুলিশের মাধ্যমে নিহতের পরিবারের কাছে হস্তানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার মকাল ১০টায় বিরামপুরের অচিন্তপুর সীমান্তের ২৯৫নং পিলারের কাছে কৃষককেরা জমিতে বোরো ধান রোপন করার সময় ভারতের মালদহ চক বাসন্তপুর ৯৬ বিএসএফ সদস্যরা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নজরুল ইসলাম(২৮) নিহত হন। আহত হয়েছেন মোঃ সাইদুর রহমান (সাহাজুল) (৩০) নামে আরও এক কৃষক। আহতকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। নিহত নজরুল ইসলাম এর লাশ বিএসএফ সদস্যরা নিয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানায় বিজিবি। বিএসএফের পক্ষ থেকে যৌথ তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বিজিবিকে আশ্বস্ত করেন। এরপরে মঙ্গলবার লাশ হস্তানান্তর করা হলো।
uf

৬ thoughts on “বিএসএফ কতৃক নিহত বাংলাদেশী কৃষকের লাশ ফেরত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *