ফায়ার সার্ভিসের গাড়িতে বোমা, বাসে আগুন

মুক্তাগাছা শহরের পুলিশ ফাঁড়ি সংলগ্ন ফায়ার সার্ভিসের একটি গাড়ি এবং পৌর বাস টারমিনালে পার্কিংরত একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

সোমবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ১৫/২০ জনের সংঘবদ্ধ দুর্বৃত্ত ওই সময় ফায়ার সার্ভিস কার্যালয়ে ঢুকে পড়ে। তারা সেখানে পার্কিং করা গাড়িকে লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে গাড়ির একাংশসহ কার্যালয়ে দেয়াল পুড়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মী মিজানুর রহমান ও ওমর আলী ঘটনাস্থলে এসে চিৎকার দিলে তাদের তাড়া করে দুর্বৃত্তরা। পালাতে গিয়ে ওই দুজন সামান্য আহত হন। দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসে পেট্রোলবোমা নিক্ষেপের পর রাস্তার উল্টো পাশে পৌর বাস টারমিনালে পার্কিংরত পার্থ এক্সপ্রেস নামে বাসের ভেতর ঢুকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের সিট পুড়ে ও গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়।

মুক্তাগাছা থানার এসআই রফিক জানান, বাসটিতে আগুন ধরানোর আগেই বাসে অবস্থানরত হেলপার বাস থেকে নিরাপদে যেতে সক্ষম হন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে

৯ thoughts on “ফায়ার সার্ভিসের গাড়িতে বোমা, বাসে আগুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *