লাগাতার হরতালের হুমকি বিএনপির

ঢাকা: খালেদা জিয়ার কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হলেও এখনো ইন্টারনেট, টেলিফোন ও কেবল লাইন বিচ্ছিন্ন রয়েছে। অবিলম্বে এসব সংযোগ পুনঃস্থাপন না করা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে অবিরাম হরতাল ও অবরোধ অব্যাহত রাখার হুমকি দিয়েছে বিএনপি।

রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন হুমকি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ‘ দেশ এখন গণতন্ত্রের পরিবর্তে শেখ হাসিনার মনোতন্ত্র এবং ইচ্ছাতন্ত্রে প্রবেশ করেছে। ইচ্ছামত গুলি করে আন্দোলনকারীদের হত্যার লাইসেন্স দেয়া হয়েছে। দলীয়করণকৃত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং দায়িত্ব কাঁধে নিয়েছেন প্রধানমন্ত্রী নিজে। জাতিসংঘের মানবাধিকার কমিশন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউসহ পৃথিবীর তাবৎ উন্নত রাষ্ট্র সমূহ, মানবাধিকার সংস্থা ও সংগঠনসমূহের উদ্বিগ্নতা সত্ত্বেও অবৈধ সরকার প্রতিনিয়ত ক্রসফায়ারের মাধ্যমে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের পাইকারী হারে হত্যা করছে।’

সরকার আন্দোলনকে কলুষিত করার কুমানসে সরকারি এজেন্টরা পেট্রোলবোমা হামলার মাধ্যমে মানুষ হত্যা করে দায়-দায়িত্ব বিএনপিসহ ২০ দলীয় জোটের ওপর চাপানোর পুরনো কৌশল অবলম্বন করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামী করে মামলা করার জন্য সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। কিন্তু মনে রাখতে হবে এক মাঘে শীত যায় না, এই দিন দিন না, আরো দিন আছে।’

সালাহ উদ্দিন বলেন, ‘এখনও পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবাসস্থল গুলশানস্থ কার্যালয়ে ইন্টারনেট, টেলিফোন, ক্যাবল নেটওয়ার্কসহ সকল বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করা হয়নি। অবিলম্বে এসমস্ত সংযোগ পুনঃস্থাপন না করা হলে দেশবাসীকে সাথে নিয়ে অবিরাম হরতাল ও অবরোধ অব্যাহত রাখা হবে।’

১৪ thoughts on “লাগাতার হরতালের হুমকি বিএনপির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *