আর মাত্র ১৩ দিন পর ক্রিকেট বিশ্বকাপের একাদশতম আসর মাঠে গড়াবে। বাংলাদেশ ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়াতে ক্যাম্প করছে।
আগামী ৩ ও ৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ব্রিসবেনে অ্যালন বোর্ডারে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের সার্বিক প্রস্তুতি কেমন হয়েছে এটা যাচাইয়ের সবচেয়ে বড় সুযোগ এই দুটি ম্যাচ। এখানে যারা ভালো করবে তারাই বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পাবেন। আর ক্রিকেটাররা নিজেদের ভুলগুলোও শুধরে নিতে পারবে।
বাংলাদেশ একাদশের বিপক্ষে অনুষ্ঠেয় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাইকেল ক্লার্ক খেলার কথা রয়েছে। এখনো বিষয়টি নিশ্চিত নয়। দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবেন উইল বসিস্তো, হ্যারি কনওয়ে, অ্যালেক্স গ্রেগোরি, ক্রিস লেন, ডেভিড মুডি, জ্যারন মরগান, জেমস মারহেড, জেমস পিয়ারসন, নিক স্টিভেন্স, অ্যাশটন টার্নার, টিম ভ্যান ডার ও সেন উইলিসক।
দ্বিতীয় ম্যাচে ক্রিস লেনের জায়গায় খেলতে পারেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের অধিনায়ক ক্লার্ক। দলের প্রস্ততি নিয়ে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন,‘ দল খুব ভালো ভাবে প্রস্তুতি নিচ্ছে। সবাই শতভাগ ফিট। বেশ পরিশ্রমও করছে।’
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশন নিয়ে তিনি বলেন, ‘আমি এখনও মনে করি না কন্ডিশনকে ভয় পাওয়ার কিছু আছে। আমি আত্মবিশ্বাসী ছেলেরা এই কন্ডিশনে ভালো করবে। ব্যাটিং উইকেট হবে বলেই ধারনা করা হচ্ছে। আমাদের দলের সক্ষমতা আছে এই কন্ডিশনে ভাল করার।’
বাংলাদেশে এখন শীতকাল হলেও অস্ট্রেলিয়ার তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর ভিন্ন কন্ডিশন নিয়ে চিন্তিত ক্রিকেটাররা!
বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম তার অফিসিয়াল ফেসবুক লিখেছেন, ‘৩৩ ডিগ্রি তাপমাত্রায় অনুশীলন করেছি আমরা।’