ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি রফিক – উল ইসলাম রাসেল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও প্রস্তাবিত সূত্রাপুর থানা বিএনপির যুগ্ন সম্পাদক ফয়সাল হক কে আটক করার লক্ষে রাসেলের বকশীবাজার এর নাভানা টাওয়ার এর ফ্লাটে রাতে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ ১ ঘন্টা অবস্থান করে। পুলিশ রাসেল ও ফয়সাল কে না পেয়ে তার ফ্লাটে সব কিছু তছনছ করে পরে চলে যায়।
জিখান/প্রবাসনিউজ২৪.কম