কুমিল্লায় যাত্রীবাহী দুটি বাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় যাত্রীবাহী দুটি বাসে অগ্নিসংযোগ করেছে হরতাল-অবরোধ সমর্থকরা। এতে বাস দুটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সৈয়দপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী জোনাকি ট্রান্সপোর্ট ও এস আলম পরিবহনের (চট্ট মেট্রো-ব-১১-০৫৮৩) যাত্রীবাহী দুটি বাসের সামনে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে হরতাল-অবরোধ সমর্থকরা। এ ঘটনার পর বাস দুটির চালক ও যাত্রীরা নেমে পড়েন। এরপর বাস দুটিতে আগুন দেয় তারা।

খবর পেয়ে কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

১০ thoughts on “কুমিল্লায় যাত্রীবাহী দুটি বাসে আগুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *