লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছেন, প্রতিরোধ আন্দোলন যুদ্ধ চায় না; তবে যুদ্ধকে ভয়ও পায় না এবং তাদের ওপর যদি যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তাহলে তা গ্রহণ করতে মোটেই দ্বিধা করবে না। তিনি বলেন, শত্রুর বিরুদ্ধে যেকোনো সময়, যেকোনো স্থানে এবং যেকোনো ধরনের যুদ্ধে লড়তে প্রস্তুত হিজবুল্লাহ। তিনি ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, এখন থেকে হিজবুল্লাহর একজন যোদ্ধা শহীদ হলেও তার দায় নিতে হবে ইসরাইলকে এবং সুবিধাজনক সময়ে তার জবাব দেয়া হবে। বক্তৃতায় হাসান নাসরুল্লাহ সিরিয়ার গোলান মালভূমিতে ইসরাইলি সেনাদের সাম্প্রতিক হামলার নিন্দা জানান। ওই হামলায় হিজবুল্লাহর ছয় যোদ্ধা ও ইরানের এক শীর্ষ পর্যায়ের সেনা কমান্ডার শহীদ হন। তিনি ইসরাইলকে মধ্যপ্রাচ্যের জন্য পক্ষাঘাতগ্রস্ত ও দুর্নীতির ব্যাকটেরিয়া বলে আখ্যা দেন।
গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে এক সমাবেশে তিনি ইসরাইলকে মধ্যপ্রাচ্যের জন্য পক্ষাঘাতগ্রস্ত ও দুর্নীতির ব্যাকটেরিয়া বলে উল্লেখ করেন। সিরিয়া ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের মানবতাবিরোধী বর্বর অপরাধের চিত্র তুলে ধরেন হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, কয়েক দশক আগে ইসরাইল যে বলদর্পী নীতি গ্রহণ করেছিল গত কয়েক বছরে তাই আবার ব্যাপকভাবে চর্চা করে চলেছে। তারা অবরুদ্ধ গাজার জনগণের বিরুদ্ধে রক্তক্ষয়ী আগ্রাসন চালিয়েছে এবং ফিলিস্তিনিদের মৌলিক অধিকারগুলো লঙ্ঘন করেছে। আরব দেশগুলোর নীরবতার সমালোচনা করে হাসান নাসরুল্লাহ বলেন, মধ্যপ্রাচ্যের বিভাজন এবং আরব দেশগুলো বিশেষ করে কথিত আরব লিগের নিষ্ক্রিয়তা ও নীরবতার সুযোগ নিয়ে ইহুদিবাদী ইসরাইল অব্যাহতভাবে অপরাধ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, যখন ইসরাইল প্রসঙ্গ আসে তখন আরব লিগ বা আরব দেশগুলোর স্বাধীন অবস্থান বলে কিছু থাকে না। আরবদের অবস্থান ও অস্ত্র কেবল তখনই সক্রিয় হয় যখন ইয়েমেন, ইরাক কিংবা সিরিয়া প্রসঙ্গ আসে।
হিজবুল্লাহ মহাসচিব বলেন, সিরিয়ায় ইহুদিবাদীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের অনুগত বাহিনীর অবস্থানে নানা অজুহাতে বারবার হামলা করেছে। একইভাবে জাতিসংঘের ১৭০১ নম্বর প্রস্তাবের তোয়াক্কা না করে হাজারবার লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ইসরাইল। তিনি লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-তাকে সম্মান করতে ইসরাইলের প্রতি আহ্বান জানান। নাসরুল্লাহ বলেন, ইসরাইল মনে করে, যখন খুশি তখন মধ্যপ্রাচ্যের সব সেনাবাহিনী ও সরকারকে কোনো রকমের বাধা ছাড়াই হুমকি দেয়া যায়।
গোলান মালভূমিতে হিজবুল্লাহ যোদ্ধাদের শহীদ হওয়ার কথা উল্লেখ করে হাসান নাসরুল্লাহ বলেন, এই গুপ্তহত্যা হয়েছে ইহুদিবাদী ইসরাইলের পরিষ্কার সিদ্ধান্তের আওতায়। কিন্তু এ পর্যন্ত ইসরাইল ওই হামলার কথা স্বীকার করেনি; তারা মনে করেছে হিজবুল্লাহ দুর্বল এবং বিষয়টি আমলে নেবে না। এএফপি।
আতিক / প্রবাস