অবশেষে মুখ খুললেন সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জরুরী ভিত্তিতে সাক্ষাত করে তিনি চলমান সংকট সমাধানে আল্টিমেটাম দিয়েছেন। ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহ সময় পেয়েছেন শেখ হাসিনা। এজন্য দিগ্বিদিক ছুটাছুটি করছেন তিনি। অবরোধ প্রত্যাহারের জন্য সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এজন্য সর্বশেষ তৎপরতা হিসেবে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকেও গ্রেফতার করা হতে পারে।
ইতোমধ্যে খালেদা জিয়া যেখানে অবস্থান করছেন, তার সেই রাজনৈতিক কার্যালয়কে সব ধরণের যোগাযোগ ও নাগরিক সুবিধা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বিদু ্যৎ সংযোগ নেই, পানি, টেলিফোন, মোবাইল, টিভি সব কিছু থেকে বিচ্ছিন্ন এখন বেগম খালেদা জিয়া। খাবার সরবরাহও বন্ধ করার ঘোষণা দিয়েছে সরকারের মন্ত্রীরা।সূত্র- নিউজবিডি-সেভেন
আতিক/প্রবাস