মিরপুরে নাসিম প্লাজার আগুন নিয়ন্ত্রণে, ৮ লাশ উদ্ধার

রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় সনি সিনেমা হলের পাশে নাসিম প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনায় আটজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অগ্নিদগ্ধ আরো দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ওই ভবনের সিকিউরিটি গার্ড কামাল হোসেন (৪৫) ও তৌহিদুল ইসলাম (৪৫)।

শনিবার বিকেল ৫টা ২৫মিনিটে ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ওই ভবনে একটি প্লাস্টিক কারখানা ও মার্কেট রয়েছে। প্লাস্টিক কারখানার বয়লার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। এ সময় ১০০-১৫০ জন শ্রমিক কারখানার ভেতরে আটকা পড়েন।

ফায়ার সার্ভিস প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, নাসিম প্লাজার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ২০টি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

৬ thoughts on “মিরপুরে নাসিম প্লাজার আগুন নিয়ন্ত্রণে, ৮ লাশ উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *