গুলশান কার্যালয়ে পানির ড্রাম ঢুকতে দেয়নি পুলিশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ, ডিশ, টেলিফোন সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার।শুক্রবার গভীর রাত থেকে শনিবার দিনে পর্যায়ক্রমে এসব সেবা থেকে তাকে বঞ্চিত করা হয়।

প্রায় সব সেবা বন্ধের পর এবার পানির ড্রাম নিয়ে গুলশান কার্যালয়ে প্রবেশেও বাধা দিয়েছে পুলিশ সদস্যরা। অবশেষে ফেরত গেলো ওইসব পানির ড্রাম।

শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থাকা পুলিশ সদস্যরা এ কান্ড ঘটনায়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার কার্যালয়ে প্রথমে টিভি ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এর কিছুক্ষণ পরে বিচ্ছিন্ন করে দেয়া হয় ইন্টারনেট সংযোগ।

শুক্রবার রাত পৌনে ৩টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করে খালেদা জিয়াকে বিদ্যুৎহীন করে দেয় সরকার।

১৬ thoughts on “গুলশান কার্যালয়ে পানির ড্রাম ঢুকতে দেয়নি পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *