প্রতিবেশি দেশ ভারতে উল্লেখযোগ্য হারে প্রতিদিনই বাড়ছে ভয়ানক সব ধর্ষণের ঘটনা । এসব নিয়ে সমাজের রাঘব বোয়ালরা প্রায়শ চুপ থাকলেও ব্যাতিক্রমি প্রতিবাদে এগিয়ে এসেছে এক তরুনী। সব জেনে দেখে আপনিও বলতে বাধ্যই হবেন সাহসী বটে এই তরুনী ।
ধর্ষন যেভাবে ভারতীয়দের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে তাতে মনে হচ্ছে ভারতে কোনো মেয়েই নিরাপদ না। সমগ্র ভারতে প্রতিনিয়তই ঘটছে রোমহর্ষক সব ধর্ষনের ঘটনা। ভারতীয়দের মনোভাব দেখে মনে হয় ধর্ষণ একধরনের কৌতুক। কিন্তু কিভাবে ভারতে ধর্ষণ এমন উপদ্রবে পরিণত হলো? স্ট্যান্ড অাপ কমেডির মাধ্যমে তা দেখিয়েছেন ভারতের দিল্লির এক তরুণী।
শুরুতেই এই তরুণী বলেন, অামি যেহেতু একজন নারী তাই আমার বেশি কথা বলা ঠিক নয়। নারীদের সবসময় নম্র ভদ্র আচরন করতে হবে। আমার মা আমাকে এটা শিখিয়েছেন। কিন্তু পুরুষরা কি করে? তারা আমার উরুর দিকে তাকায়। কিন্তু কেন? আমি সত্যিই বুঝিনা কেন? অপনার যেমন উরু আছে তেমনি আমারো উরু আছে। মানলাম, আমারটা আপনার চেয়ে একটু ভালো কিন্তু এটাতো ২৪ ঘন্টা খোলা কোনো এটিএম বুথ নয়! আমি দিল্লি থেকে এসেছি। এটা ভারতের রাজধানী। আবার এটা ভারতের ধর্ষণের রাজধানীও বটে! ভারতীয়রা মহিলাদেরকে শুধু বেশ্যা বা পতিতা ভাবে। আসলে আমরা ভারতীয়রা হিপোক্রেট। এখানে ৬জন মেয়ের সাথে একজন ছেলে থাকলে সবাই তাকে স্টুডেন্ট ভাবে। আর ৬জন ছেলের সাথে একজন মেয়ে থাকলে তাকে পতিতা ভাবে।
ভিডিও বার্তায় নিজেকে ধর্ষণ করার আমন্ত্রন জানিয়েও যে কারণে সাবাসি পেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এক তরুনী
Amir Khan Amir liked this on Facebook.
Amir Khan Amir liked this on Facebook.