টানা অবরোধে গরুর গাড়িতে বিয়ে

সারাদেশে ২০ দলের ডাকা টানা হরতাল-অবরোধ চলছে। যেখানে সেখানে চলছে বাস-ট্রাকে আগুন-ভাঙচুর। অগ্নিদগ্ধ হচ্ছে নিরীহ মানুষ। জীবনযাত্রায় চলছে অস্থিরতা। তারপরও চলছে মানুষের সামজিক কাজগুলো। বিয়ের বরযাত্রী গেছে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখা গরুর গাড়িতে।

কনে দিনাজপুর শহরের রামনগরের কন্যা আর বর সদর উপজেলার মির্জাপুর এলাকার। বিয়ে হয় শুক্রবার রাতে। সন্ধার আগে বরযাত্রার বাহন গরুর গাড়িকে সাজানো ছাড়াও লাইটিং করা হয়। বিয়ের পর বউ নিয়ে ফেরার পথে গরুর গাড়ির লাইটিং সবার দৃষ্টি কাড়ে।

শহরের মির্জাপুরের হারুনের পুত্র ফয়সালের সঙ্গে রামনগর মামুনের মোড় এলাকার আজিজের কন্যা পারিজাত পারভিন টিনার বিয়ে হয়। বিয়ের পর বর-কনেকে নিয়ে গরুর গাড়িতে করে রাতে ফেরার সময় পথের দুধারে কৌতুহলী জনতা দু’পাশ থেকে ভিড় জমায় ও রাস্তায় রাস্তায় থামিয়ে গরুর গাড়ির ছবি তুলে জনতা। বর-কনে ছাড়া বরযাত্রীরা মোটর সাইকেল, কেউ অটোরিক্সায় যায়।

১৮ thoughts on “টানা অবরোধে গরুর গাড়িতে বিয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *