হরতালের সমর্থনে ব্যস্ত শাহবাগে মিছিল

ঢাকা: গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং সারাদেশে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গুম, খুন-গ্রেপ্তারের প্রতিবাদে আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার দুপুর বেলা দেড়টায় ব্যস্ত শাহবাগে মিছিল করে তারা।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মেহবুব মাসুম শান্ত ও হাসানুল বান্নার নেতৃত্বে মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম সাগর, জিয়া হলের মোহসীন ভূইয়া, লাহুল গালিব, মুজিব হলের সাইদুর, সূর্যসেন হলের শাহনেওয়াজ, বাবুল, আমিন, মাহমুদ, আরিফ, রুমী, আলতাফ, মাহফুজ, মোহসীন সলিমুল্লাহ হলের হাবিবুল বাশার, রনি, এফ রহমান হলের মাহবুব রব্বানী জয়, জসীম উদ্দিন হলের মাসুদ, জহুরুল হক হলের নাদির শাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীরব, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফয়সাল, শুভ, ফরহাদ ঢাকা কলেজের বাপ্পারাজ, তুহিনসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

তারা খালেদা জিয়ার কার্যালয়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদের শ্লোগান দিতে দিতে কাঁটাবনের দিকে অগ্রসর হয়। কিন্তু পরবর্তীতে পুলিশী বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় সেখানে দু’টি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

১০ thoughts on “হরতালের সমর্থনে ব্যস্ত শাহবাগে মিছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *