আগামীকাল থেকে রাজধানী ঢাকায় শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। এবারের বই মেলার পৃষ্ঠপোষকতায় রয়েছে দেশীয় মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।
টেলিটক কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের একুশে গ্রন্থমেলায় কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী কলরেট ও স্বল্প মূল্যের ডাটা সুবিধাসহ পাওয়া যাবে টেলিটকের বিশেষ প্যাকেজ ‘বর্ণমেলা’। বিশেষ এই প্যাকেজটি আপাতত বইমেলায় টেলিটকের প্যাভিলিয়নে পাওয়া যাবে। পরবর্তীতে সারাদেশে টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতে পাওয়া যাবে।
গ্রন্থমেলার আয়োজন উপলক্ষ্যে আজ ৩১ জানুয়ারি বাংলা একাডেমীতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, টেলিটকের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. শাহ আলম, উপ-মহাব্যবস্থাপক (বিপণন) শাহ জুলফিকার হায়দার সহ বাংলা একাডেমী ও টেলিটকের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।