জেনারেটরে চলছে খালেদা জিয়ার কার্যালয়

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন হওয়ার পর বর্তমানে জেনারেটরে চলছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ২টা ৪২ মিনিটে কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। 

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পর চেয়ারপার্সনের কার্যালয় পুরোপুরি অন্ধকারে ঢেকে যায়। এরপর শনিবার (৩১ জানুয়ারি) ভোর ৪টার দিকে কার্যালয়ে জেনারেটর চালু করা হয়। 

এর আগে রাত ২টা ৪২ মিনিটে চেয়ারপার্সনের কার্যালয়ের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। 

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, ডেসকোর একটি গাড়ি এসে থামে চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে। ২টা ৪২ মিনিটের দিকে চেয়ারপার্সনের কার্যালয়ের সামনের বৈদ্যুতিক খুঁটিতে মই বেয়ে ওঠেন ডেসকোর লাইনম্যান মাকসুদ আলী। এরপর সামনের সড়কের মূল বৈদ্যুতিক লাইন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় কার্যালয়ের লাইনটি। এরপর পুরো কার্যালয় অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। 

বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় সূত্রে জানা যায়, সেখানে উপস্থিত কয়েকজন সংবাদ কর্মী মকসুদ আলীর কাছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কোনো ধরনের অনুমতিপত্র রয়েছে কিনা জানতে চাইলে মাকসুদ আলী জানান, গুলশান থানা পুলিশের নির্দেশেই তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছেন। 

এ ঘটনার পর ওই কার্যালয়ের নিরাপত্তা বাড়ানো হবে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে যদি কোনো অভিযোগ করা হয় কিংবা তার নিরাপত্তা বাড়ানোর আবেদন জানানো হয়, তখন পুলিশ বিষয়টি ভেবে দেখবে। 

দেশের শিক্ষার্থীদের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি পরীক্ষার দিনে হরতাল ডেকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছেন বিএনপি চেয়ারপার্সন, এই অভিযোগ এনে এরই মধ্যে সরকারের একাধিক মন্ত্রী খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে তারই অংশ হিসেবে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে।  

১০ thoughts on “জেনারেটরে চলছে খালেদা জিয়ার কার্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *