পর্যটন নগরী মালয়েশিয়ায় এশিয়ান টিভির ২য় বর্ষপূর্তি উদযাপন

জহিরুল ইসলাম হিরন,মালয়েশিয়া প্রতিনিধি :দেশের প্রথম অনূষ্ঠানভিত্তিক এইচডি টিভি চ্যানেল এশিয়ান টিভির ২য় বর্ষ উদযাপন করেছে “এশিয়ান টিভি দর্শক ফোরাম মালয়েশিয়া” ।এ উপলক্ষে গতকাল পর্যটন নগরী,এশিয়ার ইউরোপ খ্যাত মালয়েশিয়ার রাজধানী কুয়াললালামপুরের রেষ্টুরেন্ট রাজধানীতে কেক কেটে উদযাপন করা হয় এক বণ্যাঢ্য অনুষ্ঠান ।
এশিয়ান টিভির মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরনের পরিচালনায় এসময় অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মালয়েশিয়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী রেষ্টুরেন্ট রাজধানীর স্বত্বাধীকারী মো: কাজী সালাহ উদ্দিন,বাংলাদেশ স্টুডেন্ট এসোশিয়েশন মালয়েশিয়া সভাপতি মহি উদ্দিন মাহী,বাংলা নিউজ২৪ ডটকম স্টাপ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান,প্রবাসীর আলো নির্বাহী সম্পাদক শাহাদাত হোসেন, ব্যবসায়ী কামাল উদ্দিন রানা, নজরুল ইসলাম অডিট, আক্তারুজ্জামান আক্তার, মো: আমিনুল ইসলাম, মানিক, শওকত সর্দার, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে অধ্যায়নরত জাহাঙ্গীর আলম, নাজমুল হাসান মিলন, মো: সেলিম সহ মালয়েশিয়ায় অবস্হানরত বিভিন্ন কলেজে , বিশ্বদ্যিালয়ে অধ্যায়নরত ছাত্র, ব্যবসায়ী সহ বহু প্রবাসী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *