সৌদি প্রশাসনে ব্যাপক পরিবর্তন

ক্ষমতা নেওয়ার এক সপ্তাহের মাথায় মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ও সম্পদশালী দেশ সৌদি বাদশাহ সালমান তার মন্ত্রিসভা ও দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছেন। এর মধ্যে প্রয়াত বাদশাহ আবদুল্লাহর দুই ছেলেকে বরখাস্ত করেছেন। এই দুই ছেলের মধ্যে মিশাল রাজধানী রিয়াদের আর তুর্কি ছিলেন মক্কার গভর্নর। পাশাপাশি গোয়েন্দা প্রধান খালিদ বিন আবদুল আজিজ আল সৌদ এবং ও জাতীয় প্রতিরক্ষা পরিষদের মহাসচিব ও প্রয়াত বাদশাহর উপদেষ্টা বান্দার বিন সুলতানকে বরখাস্ত করা হয়েছে। বান্দার ২০০৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূত ছিলেন। বৃহস্পতিবার সৌদি টেলিভিশনে প্রচারিত একাধিক ফরমান জারির মাধ্যমে এ রদবদল করা হয়। তবে প্রয়াত বাদশাহ আবদুল্লাহর অন্য ছেলে মিতেবকে আগের পদেই রাখা হয়েছে। তিনি প্রায় দু্ই লাখ সদস্যের ন্যাশনাল গার্ডের দায়িত্বে রয়েছেন।

একই সঙ্গে সালমান ৩১ সদস্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। এতে বেশ কয়েকটি নতুন মুখ আনা হয়েছে। তবে তেলমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী নিজ পদে বহাল রয়েছেন। এর আগে আবদুল্লাহ মারা যাওয়ার এক ঘণ্টার মধ্যে সালমান তার ছেলে মোহাম্মদ বিন সালমানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। উল্লেখ্য, ২৩ জানুয়ারি প্রায় ৯০ বছর বয়সে বাদশাহ আবদুল্লাহ মারা যান।

১৪ thoughts on “সৌদি প্রশাসনে ব্যাপক পরিবর্তন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *