ঢাকা: ভারতের উত্তর প্রদেশের একটি থানার অব্যবহৃত কক্ষে শতাধিক মানুষের কঙ্কাল ও হাড়গোড়ের সন্ধান পাওযা গেছে। বৃহস্পতিবার উন্নাওয়ের মাহিলা পুলিশ স্টেশনের বিপরীতে অবস্থিত একটি কক্ষ থেকে এগুলো উদ্ধার করা হয়।
কিছু শিল্পী পুলিশ লাইনের সংরক্ষিত এলাকার মধ্যে ছবি আঁকছিলেন।কৌতূহলী হয়ে অব্যবহৃত ওই কক্ষে উঁকি দিলে এই দেহাবশেষগুলো তাদের নজরে আসে।
থানা কর্তৃপক্ষ জানিয়েছে,তারা এই দেহাবশেষগুলো সম্পর্কে কিছু জানে না।তবে২ ০০৮ সাল পর্যন্ত কক্ষটি থানার লাশ ঘর হিসেবে ব্যবহৃত হতো।
উন্নাওয়ের প্রধান পুলিশ কর্মকর্তা পালসিং থানার নথিপত্র থেকে দেখি জানিয়েছেন , থানায় নিয়মিত ভাবে শ’খানেক মৃতদেহ তদন্তের জন্য রাখা হতো।
তিনি বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখব কেন মৃতদেহগুলো সৎকার করা হয়নি।’
তিনি আরও বলেন,এই দেহাবশেষগুলোর ডিএনএ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করা হবে এবং কেন এই দেহগুলো সৎকার করা হয়নি তার কারণ জানতে যথাযথ তদন্ত করা হবে।