মিসরের সিনাই পেনিনসুলার উত্তরে জঙ্গিদের সিরিজ হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন সেনাসদস্যও রয়েছেন। সিনাইয়ের রাজধানী ইল-আরিশ এলাকায় সেনা সদস্যদের লক্ষ্য করে গাড়ি বোমা ও মর্টার হামলা চালানো হলে ওই নিহতের ঘটনা ঘটে।
এছাড়া শেখ জুয়ায়েদ এবং গাজা সীমান্তবর্তী রাফা শহরেও হামলা চালায় জঙ্গিরা।
জঙ্গিগোষ্ঠী আনসার বেইট-আল মাকডিস হামলার দায় স্বীকার করেছে। ২০১৩ সালে মুহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুত হওয়ার পর এমন বড় ধরনের হামলা চালাল জঙ্গিরা।
মিসরের আল-আহরাম পত্রিকা জানায় হামলায় তাদের এল-আরিশ কার্যালয় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
আতিক/প্রবাস