ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এস জয়শংকর আজ দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি সুজাতা সিংয়ের স্থলাভিষিক্ত হলেন।
বুধবার রাতে সিংয়ের চাকরির মেয়াদ আকস্মিকভাবে কমানো হয়।
এদিকে সরকারের এ ধরনের পদক্ষেপে কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।
তার আকস্মিক নিয়োগের ব্যাপারে জানতে চাওয়া হলে ১৯৭৭ ব্যাচের আইএফএস অফিসার জয়শংকর বলেন, ‘সরকারের অগ্রাধিকারই আমার অগ্রাধিকার। সুতরাং আমি মনে করি বিষয়টি এখন সেখানেই ছেড়ে দেয়া উচিত। এটি হচ্ছে একটি বড় দায়িত্ব। এক্ষেত্রে আমি বলবো যে, আমাকে এ পদে নিয়োগ দেয়ায় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।’
জয়শংকর সাউথ ব্লক অফিসে দায়িত্ব নেয়ার সময় সুজাতা সিং সেখানে উপস্থিত ছিলেন না। বিধি অনুযায়ী তার মেয়াদ হবে দুই বছর।
৬০ বছর বয়সী এ কূটনীতিক পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের আগে যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।
তিনি চীন, সিঙ্গাপুর ও চেক প্রজাতন্ত্রে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
মোদির সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি জয়শংকরকে এ পদে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর চলাকালে এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সদ্য সমাপ্ত ভারত সফরের ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এদিকে সুজাতা সিংকে ভারতের পররাষ্ট্র সচিবের পদ থেকে সরিয়ে দিয়ে জয়শংকরকে তার স্থলাভিষিক্ত করায় কংগ্রেসের পক্ষ থেকে এর তীব্র সমালোচনা করা হয়েছে।
Good
Mizanur Rahaman liked this on Facebook.
Nirjhor Warfaze liked this on Facebook.
Kabir Jbd liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.
Racer Man liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Nirjhor Warfaze liked this on Facebook.
Kabir Jbd liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.
জাতীয়তাবাদী ছাএ দল liked this on Facebook.