আন্দোলনের মাঠ ছেড়ে কেউ ঘরে ফিরে যাবে না : আব্বাস-সোহেল

শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালিয়ে যেতে মহানগরসহ সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক মির্জা আব্বাস এবং সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল।

আজ এক বিবৃতিতে সরকারের উদ্দেশে তারা বলেন, ‘এখনো সময় আছে, সুপথে ফিরে আসুন। আপনাদের কোনো অশুভ পরিকল্পনাই ফলপ্রসু হবে না। জনগণ রাস্তায় নেমে এসেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন গন্তব্যে পৌঁছা না পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না। মামলা-হামলা-গ্রেফতার করে গণতান্ত্রিক আন্দোলন কোনোদিনই বন্ধ করা যায়নি। এবারো যাবে না। জনগণের স্বতস্ফূর্ত আন্দোলন অস্ত্র-গুলি দিয়ে না দমিয়ে সমঝোতার পথে ফিরে আসুন।’

তারা অভিযোগ করেন, আন্দোলন দমানোর উদ্দেশে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এ পর্যন্ত বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এভাবে হামলা-মামলা-গ্রেফতার চালিয়েই সরকার টিকে থাকতে চাইছে

প্রেস সচিব জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিএনপি নাশকতার রাজনীতিতে বিশ্বাস করে না। কোনো নাশকতার সাথেই বিএনপির নেতা-কর্মীরা জড়িত নন। দেশনেত্রী শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছেন, নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন সফল করছেন।

আব্বাস ও সোহেল আরো বলেন, সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও গ্রেফতার করার চক্রান্ত করছে। সে রকম কোনো চেষ্টা হলে তার পরিণতি শুভ হবে না।

তারা বলেন, দলের চেয়ারপারসনের নির্দেশে সমন্বিতভাবে আন্দোলন এগিয়ে যাচ্ছে। প্রতিটি নেতা-কর্মী কৌশলী অবস্থানে থেকে যার যার দায়িত্ব পালন করছেন।

চলমান অবরোধের আগামীকাল রোববার থেকে টানা ৭২ ঘণ্টা সর্বাত্মক হরতাল পালন করার জন্য তারা আহবান জানান।

৪ thoughts on “আন্দোলনের মাঠ ছেড়ে কেউ ঘরে ফিরে যাবে না : আব্বাস-সোহেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.