বিদেশ থেকে স্বামী দেশে আসার আগেই প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে সুন্দরী গৃহবধু নাছরিন আকতার ডেজি। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের পাইক্ক্যার টিলা গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে মধ্যপ্রাচ্য থেকে স্বামী দেশে ফিরে আসছে জেনেই বৃহস্পতিবার রাতে নগদ টাকা, স্বর্ণালংকার ও একমাত্র পূত্র সন্তান নুহাশকে (৩) নিয়ে কৌশলে পালিয়ে যায় ডেজি। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে শিলক পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, বিয়ের প্রায় ৫ বছর পর প্রথমবারের মত বিদেশ থেকে দেশে স্বামী। শুক্রবার ভোরে চট্টগ্রাম শাহআমানত বিমান বন্দর থেকে পরিবারের স্বজনদের সঙ্গে স্বামীকে আনতে যাওয়ার কথা ডেজির।
কিন্তু তার আগেই বৃহস্পতিবার রাত ৮টায় ঘরের দরজায় ভেতর থেকে কৌশলে হুক লাগিয়ে দিয়ে পালিয়ে যায় ডেজি। পরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে ডেজির পালিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত হয় পরিবারের সদস্যরা।
৪ বছর আগে রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের পাইক্ক্যার টিলা গ্রামের ফজল কাদেরের পুত্র মো. সরওয়ার হোসেনের সাথে একই গ্রামের নজির আহমদের কন্যা নাছরিন আকতার ডেজি‘র (২২) বিয়ে হয়।
বিয়ের ৬ মাসের মধ্যে স্বামী সরওয়ার মধ্যপ্রাচ্যে চলে যায়। বিয়ের এক বছরের মধ্যে তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়। সংসারে শাশুড়ি, দেবর ও এক সন্তান নিয়ে ডেজির দিন ভালই কাটছিল। কিন্তু এরই মধ্যে পর পুরুষের সাথে ডেজির মুঠোফোনে কথা বার্তার বিষয়টি নজরে আসে শাশুড়ি নুর নাহার বেগমের। এ নিয়ে ডেজির সঙ্গে শাশুড়ির কয়েক দফা কথা কাটিও হয়।
নুর নাহার বেগম বলেন, পর পুরুষে আসক্তির বিষয়ে প্রবাসি ছেলে সরওয়ারকে জানালে দেশে ফিরে বিষয়টি সুরাহা করবে বলে জানায়। আর শুক্রবার (৩০ জানুয়ারী) সরওয়ার দেশে ফিরে আসছে জেনে ঘরে কেউ না থাকার সুবাদে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকাসহ কাপড় চোপড় নিয়ে পালিয়ে যায় ডেজি।
এই ঘটনায় তিনি পুত্র বধু নাছরিন আকতার ডেজিকে বিবাদীকে করে শিলক পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
এদিকে আজ শুক্রবার প্রবাস ফেরত সরওয়ার দেশে এসেই প্রেমিকের হাত ধরে চলে যাওয়ার খবর নির্বাক হয়ে যান। লোক লজ্জায় তিনি ঘর থেকে বেরও হচ্ছেন না। এমনকি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পর্যন্ত তিনি কোন বলেননি।
রাঙ্গুনিয়া উপজেলার শিলক পুলিশ ফাঁড়ির এস আই জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Sirajul Huque liked this on Facebook.
Mahfuzur Rahman liked this on Facebook.
Ahamed Alam liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.
S.m. Amit Chowdhuary liked this on Facebook.
Alam Shabuz liked this on Facebook.
Azizul Haque Raihan liked this on Facebook.
Sirajul Huque liked this on Facebook.
Mahfuzur Rahman liked this on Facebook.
Ahamed Alam liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.
S.m. Amit Chowdhuary liked this on Facebook.
Alam Shabuz liked this on Facebook.
Azizul Haque Raihan liked this on Facebook.