রামপুরায় নারী আইনজীবীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় নিজ বাসা থেকে ফাহমিদা আক্তার(৫০) নামে এক নারী আইনজীবীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার বি ব্লকের ৫ নম্বর রোডের ১০৫ নম্বর বাড়ির পঞ্চম তলায় থাকতেন আইনজীবী ফাহমিদা আক্তার। খবর পেয়ে পুলিশের সঙ্গে সিআইডির ক্রাইম সিন টিমও ঘটনাস্থলে যায়।

পুলিশ জানিয়েছে, ফাহমিদা দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আকতার-উল-আলমের মেয়ে। সকালে বাড়ির গৃহকর্মী রান্না করতে এসে বিছানার উপর হাত পা বাধা অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

৬ thoughts on “রামপুরায় নারী আইনজীবীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *