নির্বাচনে প্রচার গিয়ে এক নারীকে একটি গলার হার উপহার দিয়েছেন নয়াদিল্লির বিধানসভার নির্বাচনের আলোচিত প্রার্থী কিরণ বেদী। তিনি বিজেপি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নয়াদিল্লির নির্বাচনে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টি (এএপি) শুক্রবার কিরণ বেদীর বিরুদ্ধে ভোটারকে হার উপহার দেওয়ার এই অভিযোগ এনেছে। তাদের নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ দায়ের করেছেন।
এএপি জানিয়েছে, পূর্ব দিল্লিতে এক রোডশোতে ভোটারকে হার উপহার দিন কিরণ বেদী, যা ভোটারকে ঘুষ দেওয়ার শামিল।
নয়াদিল্লির বিধানসভা নির্বাচনের আর মাত্র সপ্তাহখানেক সময় হাতে আছে। এ সময় বিজেপি ভোট কিনতে মরিয়া হয়ে উঠেছে বলে এএপি অভিযোগ করে।
এএপি নেতা মনিষ সিসোদিয়া বলেছেন, ভোটারকে হার উপহার দিয়ে লোভ দেখানো হয়েছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।
তবে এএপির এই অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি বিজেপি অথবা কিরণ বেদী।
এদিকে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, জনগণ যেকোনো দলের কাছ থেকে ঘুষ নিতে পারে, তবে ভোট দেবে আম আদমি পার্টি।