অস্ট্রেলিয়াতে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় দল। গতকালও ব্রিসবেনে পুরোমাত্রায় অনুশীলন করে ক্রিকেটাররা। বিশেষ করে তরুণ পেসার তাসকিন আহমেদ বোলিং অনুশীলন করেন বেশ নিষ্ঠার সঙ্গে। তার সঙ্গে নেটে ব্যাটিং অনুশীলনটাও সারেন অরেক তরুণ ব্যাটসম্যান সৌম্য সরকার। তবে দলের সিনিয়র ক্রিকেটাররাও বসে নেই। উইকেট কিপার মুশফিকুর রহীমও নেটে ব্যাটিং অনুশীলন করেছেন।
দলের সঙ্গে এখনও যোগ দিতে পারেন নি তামিম ইকবাল। ইনজুরি চিকিৎসার জন্য তিনি দলের সঙ্গে নয়, একদিন পরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যান। বিসিবি’র একটি সূত্র জানায়, গতকাল তার ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। সেই হিসেবে তামিম হয়তো আজ থেকে দলের সঙ্গে অনুশীলন করবেন। বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণার আগে থেকেই অস্ট্রেলিয়াতে ছিলেন জাতীয় ওয়ানডে দলের সহ অধিনায়ক সাকিব আল হাসান। বিগব্যাশ খেলা শেষে অনুশীলনের প্রথম দিনই তিনি যোগ দিয়েছেন দলের সঙ্গে। অস্ট্রেলিয়ার মটিতে বাংলাদেশের অন্যতম প্রতিবন্ধক হতে পারে ওখানকার আবহাওয়া ও মাঠের চরিত্র।
পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতেই বিশ্বকাপের ১৫ দিন আগে বাংলাদেশ দল অস্ট্রেলিয়া পৌঁছেছে। দলের প্রধান কোচ হাথুরুসিংহে বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়াতে কাটিয়েছেন চার বছর। লঙ্কান এই কোচের পরামর্শে বাংলাদেশ অস্ট্রেলিয়াতে প্রস্তুতি নিতে চলে যায়। মূলত অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের অভ্যস্ত করতেই কোচ জোরালো অনুশীলন চালিয়ে যাচ্ছে। গতকাল ক্রিকেটাররা প্রথমে রানিং সেশন শেষ করে ট্রেনিং সেশনে সময় দেন। এরপর আলাদা আলাদা ভাবেই অনুশীলন করেছেন বোলার ও ব্যাটসম্যানরা।
আতিক/প্রবাস