স্বামীকে ফিরে পেতে রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন একটি বেসরকারি হাসপাতালের কর্মকর্তা নাহিদ জামালের স্ত্রী খাদিজা ইসলাম সুমি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তিনি এই আকুতি জানান। বিবৃতিতে খাদিজা ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আমার স্বামী নাহিদ জামাল তার কর্মস্থল শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে বের হওয়ার পর হাসপাতালের সামনের রাস্তা থেকে তাকে আটক করে শাহজাহানপুর থানার এসআই শামসুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল।
তিনি অভিযোগ করেন, শাহজাহানপুর থানার এসআই শামসুল আলম আমার স্বামীকে আটকের পর বেশ কয়েকজনের নিকট আটকের কথা প্রথমে স্বীকারও করেছে। পরে আমি আমার স্বামীর খোঁজ নিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শাহজাহানপুর থানায় গেলে পুলিশ আমার সাথে দুর্ব্যবহার করে। তখন তারা বলেছে, নাহিদ জামাল নামের কাউকে নাকি তারা আটক করেনি। একজন বলেন, ‘আপনি দিনের বেলায় আসেন।’
অন্য একজন পুলিশ তখন আমাকে ডিবি অফিসে যোগাযোগ করতে বলেন। আমি তখন থানার হাজতখানায় আমার স্বামী আছে কিনা তা দেখতে চাইলে তারা আমাকে ধমক দিয়ে থানা থেকে বের করে দেয়। খাদিজা বলেন, শাহজাহানপুর থানার পুলিশ আমাকে দিনের বেলা থানায় যেতে বলায় আমি বুধবার সকালে থানায় গেলে তারা আমাকে বলেন, ‘আপনার স্বামী নাহিদ জামাল ডিবি অফিসে আছে।’ পরে আমি ডিবি অফিসে খোঁজ নিতে গেলে তারা আমার স্বামীকে আটকের কথা স্পষ্টভাবে কিছু বলেনি। আমি তখন আমার স্বামীকে না পাওয়ার বিষয়টি শাহজাহানপুর থানায় জিডি করতে চাইলে তারা জিডিটি গ্রহণ করতে বারবার অস্বীকৃতি জানায়।
তিনি আরো বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আমার স্বামী নাহিদ জামালকে ডিবি অফিসেই রাখা হয়েছে। তবুও বুধবার দুপুর দুইটা পর্যন্ত তাকে শাহজাহানপুর থানা অথবা ডিবির পক্ষ থেকে আদালতে তোলা হয়নি এমনকি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কোনো সংস্থা এখনো অফিসিয়ালি আমার স্বামী নাহিদ জামালকে আটকের বিষয়টি স্পষ্টভাবে স্বীকার করেনি। খাদিজা দাবি করেন, বিভিন্ন সূত্র মতে আমি নিশ্চিত যে শাহজাহানপুর থানার এসআই শামসুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল প্রথমে আমার স্বামী নাহিদ জামালকে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আটক করেছিল।
পরে তাকে সেখান থেকে ডিবি অফিসে স্থানান্তর করা হয়ে থাকতে পারে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, যেহেতু অফিসিয়ালি আমার স্বামী নাহিদ জামালকে আটকের বিষয়টি স্পষ্টভাবে স্বীকার করেনি, এমতবস্থায় আমার স্বামী বর্তমানে কোথায়, কী অবস্থায় আছে তা জানতে না পারায় খুবই দুশ্চিন্তার মধ্যে আছি এবং তার জীবন নিয়ে আমরা এখন শঙ্কিত। আমি আমার স্বামীকে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়ার ব্যাপারে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করছি।’
আতিক/প্রবাস