আসছে ছাত্রদলের লাগাতার হরতাল

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্যোগে ডাকা চলমান অবরোধ কর্মসূচি আরো বেশি জোরদার করতে আগামী সপ্তাহে ২ থেকে ৩ দিনের লাগাতার হরতালের ডাক দিতে পারে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও ছাত্রদলের নেতা-কর্মীদের হত্যা, গুম এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন ছাত্রদলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা বলেন, ঢাকাসহ সারাদেশে হরতাল ঘোষণা করা হবে কি না তা এখনও চূড়ান্ত নয়। তবে কর্মসূচি নির্ধারণ করতে শুক্রবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকেই হরতালের সময় ও তারিখ নির্ধারণ করা হবে। তবে আগামী সপ্তাহে ছাত্রদলের পক্ষ থেকে হরতাল ডাকা হবে, এই বিষয়টি সংগঠনের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়েছে।

পুলিশ- র‌্যাব ও যৌথ বাহিনীর হাতে চলমান আন্দোলনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা-কর্মী নিহত এবং নাশকতার উদ্দেশ্যে সরকারী এজেন্ট দ্বারা নিক্ষিপ্ত পেট্রল বোমায় যেসমস্ত সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় ২০ দলীয় জোটের উদ্যোগে শুক্রবার সারাদেশে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এছাড়া আজ সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ পর্যন্ত ঢাকামহানগরসহ ৯ টি জেলায় ২০ দলীয় জোটের ডাকা হরতাল চলছে। একইসাথে চলমান অবরোধ কর্মসূচির ভিতরেই ২০ দলীয় জোটের উদ্যোগে আগামী সপ্তাহে ঢাকায় গণমিছিল ও গণসমাবেশ করার কথা ভাবা হচ্ছে বলে বিএনপির নির্ভরযোগ্য কয়েকটি সূত্র জানিয়েছে।

ছাত্রদলের একটি সূত্র জানায়, বিএনপি ও ২০ দলীয় জোটের কর্মসূচি বিবেচনা করে আগামী সপ্তাহে হরতালের সময় ও তারিখ নির্ধারণ করবে ছাত্রদল।

১২ thoughts on “আসছে ছাত্রদলের লাগাতার হরতাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *