বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের অগণতান্ত্রিক, অসংবিধানিক ও অমানবিক কার্যকলাপের প্রতিবাদে বাংলাদেশীদের সাথে একই কাতারে দাঁড়িয়েছে বৃটিশ লর্ড সভার সদস্য লর্ড কোরবান আলী, সায়মন ডানসাক এমপি, লর্লি বাট এমপি ও টিম ইয়ো এমপি।
বৃটিশ লর্ড ও এমপিরা বলেন, বাংলাদেশে গণতন্ত্র হুমকির সম্মুখীন। পদে পদে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিতায় উদ্বেগ প্রকাশ করে লর্ড ও এমপিরা বলেন, ৫ জানুয়ারি ত্রুটিপূর্ণ নির্বাচনের ফলে বাংলাদেশে বর্তমানে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এ থেকে উত্তরণের জন্য গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। তারা আরো বলেন, ৫ জানুয়ারির নির্বাচন বৃটেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্যতা পায়নি।
এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। ভোটারবিহীন এই নির্বাচনে জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটেনি। উন্নয়ন সহযোগী দেশ হিসেবে বৃটেন বালাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায়। তাই বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অতীব জরুরি।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, মানবাধিকার লঙ্ঘন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রাখা, সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের নির্যাতন বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তারা বাংলাদেশে দ্রুত একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জরুরি বলে মত দেন।
ভিডিওটি দেখু-
Ahamed Alam liked this on Facebook.
Sirajul Huque liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.
Jone Make liked this on Facebook.
Arafat Rahman Rajib liked this on Facebook.
Ahamed Alam liked this on Facebook.
Sirajul Huque liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.
Jone Make liked this on Facebook.
রুদ্র আরাফ liked this on Facebook.