ঢাকা: দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
স্প্যানিশ লা লিগার ম্যাচে কর্ডোবার ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডিমারকে ঘুষি ও লাথি মেরেছিলেন রিয়াল মাদ্রিদ আইকন। এর ফলে সেদিন সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল সিআরসেভেনকে। কিন্তু সেখানেই সবকিছু শেষ হয়ে যায়নি। তাই ক্ষমা চাওয়ার পরও দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেলেন তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
অবশ্য ক্ষমা না চাইলে আরো বেশি শাস্তি মুখে পড়তে পারতেন রোনালদো। পর্তুগাল তারকার শাস্তি কমানোয় অবদান আছে ঘটনার কেন্দ্রে থাকা এডিমারেরও। ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে ডেকে পাঠিয়েছিল স্প্যানিশ লা লিগার শৃঙ্খলা কমিটি। তাতে রোনালদোর দোষকে লঘু করে দেখিয়েছেন কর্ডোবা ফুটবলার। প্রসঙ্গত, এই নিষেধাজ্ঞার দরুণ রিয়াল সোসিয়েদাদ ও সেভিয়া ম্যাচে খেলা হবে না রোনালদোর।