পরিবারের সদস্যদের সম্মতিতে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন ঢালিউড সুপাস্টার শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস। বুধবার বিএফডিসির ৪ নম্বর ফ্লোরে ধুমধাম করেই তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথি ছিল প্রায় পাঁচ শ। শাকিব-অপু ছাড়াও অনুষ্ঠানে তাদের বাবা-মাসহ নিকট আত্মীয় ও বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।
ভাবছেন রূপালী পর্দার মতো একসঙ্গে বাস্তব জীবনের সঙ্গী হলেন ঢালিউডের আলোচিত এ জুটি। কিন্তু না আসলে এতক্ষণ যে দৃশ্য আপনি মনে মনে এঁকেছেন সেটাও ছিলো সিনেমার পর্দার। মনতাজুর রহমান আকবর পরিচালিত মাই ডার্লিং সিনেমার গল্পের প্রয়োজনেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। আর গতকালই বিএফডিসির ৪ নম্বর ফ্লোরে মাই ডার্লিং সিনেমার শুটিংয়ের প্রয়োজনে শাকিব-অপুর এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, বলেন, ‘চমৎকার একটি প্রেমের গল্প নিয়ে মাই ডার্লিং সিনেমাটি নির্মিত হচ্ছে। আজ শাকিব-অপুর বিয়ের দৃশ্যের শুটিং চলছে। এ জুটিকে দর্শক সব সময়ই ভালোভাবে নিয়েছেন। আশা করছি এ সিনেমা তার ব্যতিক্রম হবে না।’
সিনেমায় আরও অভিনয় করছেন অমিত হাসান, প্রবীর মিত্র, রেহানা জলি ও কাবিলা।
সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক মনতাজুর রহমান আকবর নিজেই। চিত্রগ্রহণ করছেন ইস্তফা রহমান। সংগীত কবির বকুল ও অমিত ব্যানার্জি। সম্পাদনা তৌহিদ হোসেন চৌধুরী।
Jone Make liked this on Facebook.
Mizan Mohammed liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.
Jone Make liked this on Facebook.
Mizan Mohammed liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.