হবিগঞ্জে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল

বিএনপি’র চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামী করে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে, শীর্ষ নেতাদের মিথ্যা মামলা, গ্রেফতার,রিমান্ড,আইন- শৃঙ্গখলা বাহিনীর নির্যাতন ও নেতা-কর্মীদের ধরে নিয়ে গুলি করে হত্যার প্রতিবাদে ২০ দলীয় জোটের  আগামী কাল সিলেট বিভাগের হরতালের সমর্থনে এক বিক্ষোভ মিছিল বের করেন হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রশীদ এমরান | ২৮ জানুয়ারী, বুধবার, দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তিনকোনা পুকুর পাড়স্থ তেমুলায় এক সংক্ষিপ্ত সমাবেশে এমরান বলেন, “দানবের বিরুদ্ধে মানবের সংগ্রাম- আজীবন সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় | যে সরকার মানুষের ভাষা বুঝে না, গনতন্তের অভিধান মানে না, দেশ প্রেমে উজ্জ্বীবিত নয়, বিরোধী দলের মত প্রকাশের স্বাধিনতাকে পদদলিত করে, সে সরকার কল্যানকামী রাষ্ট্রের হেফাজতকারী হতে পারে না | দানবের আবরনে আবৃত এই সরকারকে বিদায় জানিয়ে মানুষের সরকার প্রতিষ্টার জন্য এমরান জনগণ ও দলীয় নেতা- কর্মীদের প্রতি আহ্বান জানান “| বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফারুক আহম্মদ,আজম উদ্দিন,আড.আফজাল হোসেন,মোহাম্মদ নানু মিয়া, দেলোয়ার হোসেন দিলু,এস এম আওয়াল,আব্দুল আহাদ,আক্তারুজ্জামান সেলিম,তুষার চৌধুরী,জহিরুল হক শরীফ,শাহ জাহাঙ্গীর আলম,কামাল সিকদার,ফারুক আহম্মদ,সোহান চৌধুরী, আব্দুল আহাদ মনা,আলমপনা চৌধুরী, সোহাগ লস্কর,ইকবাল খান, শাহ আজিজুর রহিম,নজরুল আলম চৌধুরী,জামিউর রহমান জামু,আব্দুল আহাদ আনছারী,নাসির উদ্দিন,আব্দুস সাত্তার রনি,আল আমিন, শেখ মহিবুল তানিম, মঞ্জুর উদ্দিন মঞ্জু, এস এম রমজান, মোহাম্মদ মেরাজ,সাইফুর রহমান রিপন, সাইফুল ইসলাম,মহিদুল ইসলাম, আবিদুর রহমান বুলবুল,মোজাহিদ চৌধুরী,গোলাপ মিয়া,মিজানুর রহমান সোহেল,শেখ রাসেল মোল্লা,আবুল বাসার জুম্মন,শরিফ উদ্দিন লিটন,তারেক আহম্মদ তাহের,বিলাল আহম্মদ,সোহেল মিয়া প্রমুখ |

৪ thoughts on “হবিগঞ্জে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *