ঝালকাঠিতে বিরোধীদলের সহিংস নাশকতা থামাতে পুলিশ এবার ভিন্ন কৌশল শুরু করেছে। বিরোধীদলের নেতাদের বউ আটকের অভিযানে নেমেছে! গতকাল সোমবার সকালে জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতানের স্ত্রী লিপি বেগমকে বাসা থেকে আটক করে থানায় নিয়ে আসে। সে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা । স্বামীর অবস্থান সম্পর্কে ব্যাপক জিগগাসাবাদের পর দুপুরে তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়।
ভোর রাতে ঝালকাঠি জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের বাসায় অভিযান চালিয়ে তাকে না পেয়ে তার স্ত্রী তাসলিমা ইসলামকে পুলিশ থানায় নিয়ে যেতে চাইলে সে আতংকে অসুস্থ হয়ে পড়ে। সে বয়স্ক মানুষ এবং দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত। তার সকল মেডিকেল সার্টিফিকেট দেখানোর পরে সকাল ৮ টার পর উর্ধতন পুলি কর্মকর্তাদের নির্দেশে ঐবাসা থেকে পুলিশ প্রত্যাহার করা হয়।
এ খবর ছড়িয়ে পরার পর বিএনপি ও জামাত নেতাদের স্ত্রীরা আতংকে আত্মগোপনে রয়েছে বলে জানাগেছে। এব্যাপারে ঝালকাঠি থানার ও,সি শীল মনি চাকমা জানান, বিরোধী দলের নেতাদের স্ত্রী দের গ্রেফতারের কথাটি সঠিক নয়। তাদের জিগ্গাসা বাদের জন্য থানায় ডেকে আনা হয়েছিল। তথ্য জানার পর লিপি বেগমকে ছেড়ে দেয়া হয়েছে।
আতিক/প্রবাস
One thought on “এবার বিরোধীদলের নেতাদের বউ আটকের অভিযানে নেমেছে পুলিশ!”