সংকট নিরসনে ঐক্যমত সরকার প্রয়োজন : ড. এমাজ উদ্দিন

ঢাকা : বর্তমানে বিদ্যমান জাতীয় সংকট নিরসনে একটি ঐক্যমত সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ।তিনি বলেন, এ মুহূর্তে সংকট নিরসনে একটি ঐক্যমত সরকার গঠন করা একান্ত প্রয়োজন। তা না হলে এ সংকটের সমাধান সম্ভব হবে না।

আজ (বুধবার) বেলা ১১টার দিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে সুশীল সমাজ কর্তৃক আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, যেহেতু সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কারণে বর্তমান সাংবিধানিক কাঠামো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সংকট নিরসনে অকার্যকর হয়ে পড়েছে, এজন্য জাতীয় সংকট নিরসনে একটি জাতীয় ঐক্যমত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এডভোকেট খন্দকার মাহাবুব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক বিচারপতি আব্দুর রউফ প্রমুখ।

৬ thoughts on “সংকট নিরসনে ঐক্যমত সরকার প্রয়োজন : ড. এমাজ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *