২০ দলের অবরোধ প্রত্যাহার না হলে নির্ধারিত সময়েই এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ ছাড়া এবার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হবে না বলেও জানান তিনি।
বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০১৫ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে প্রস্তুতি ও অগ্রগতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তবে হরতাল থাকলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ১ ফেব্রুয়ারি জানানো হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘নির্ধারিত সময়েই পরীক্ষা হবে। আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার আগেই অবরোধ-হরতাল, জ্বালাও-পোড়াও, ভীতি সৃষ্টিকারী কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।’
পরীক্ষার আগে ফেসবুকমুখি না হওয়ার জন্য শিক্ষার্থী-অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ‘পরীক্ষার জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশ্ন ছাপানোর যথাযথ ব্যবস্থা নিয়েছি। সম্ভাব্য যারা প্রশ্ন ফাঁস করতে পারেন তারা সবাই নজরদারিতে রয়েছে।’
সভায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ফেসবুক, বিজি প্রেস এবং কোচিং সেন্টার নজরদারির মধ্যে রয়েছে। প্রশ্ন বা এ ধরনের কোন বিভ্রান্তি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।