জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মূল ফটকে বাইরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটনা হয়েছে।
বুধবার দুপুর ১২টা ৫৫ মিনিট অগ্রণী ব্যাংকের নবনির্মিত বুথের ওপর ককটেল দুটির বিস্ফোরণ ঘটানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় থেকে জানানো হয়েছে, এ ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। কাউকে আটকও করা যায়নি।